ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিভাগীয় সমাবেশে যাওয়ার প্রস্তুতি সভাকে কেন্দ্র করে পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় চার পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৩ ডিসেম্বর) রাতে হোসেনপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান টিটু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যার পরে উপজেলা শহরে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ওসি (তদন্ত) আসাদুজ্জামান টিটু জানান, শনিবার সন্ধ্যায় ওই উপজেলা সদরের নতুন বাজার এলাকায় রাস্তা অবরোধ করে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ সময় চার পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।