ছবি: দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মিলন (২৬) নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চারমাথায় ঘটনাটি ঘটে।
মিলন শিবপুর রুদ্রনগর গ্রামের জলিল উদ্দিন কালু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মিলন মোটরসাইকেল নিয়ে চারমাথা মোড়ে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুত গতিতে বালু ও মাটি বহনকারী ড্রাম ট্রাক দিনাজপুর আঞ্চলিক সড়কে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ড্রাম ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।