বিএনপির বরিশাল দক্ষিণ জেলা আহবায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান গ্রেপ্তার হয়েছেন। ঢাকা বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে এসে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার পর দলটির গুলশান অফিসের সামনে থেকে গ্রেপ্তার হন তিনি।
বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব আবুল কালাম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নেতাদ্বয় জানান, সমাবেশ যেন সফল না হয় সেজন্য বিএনপি নেতাদের গ্রেপ্তার করছে পুলিশ। এজন্যই বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।