ফেনীর সর্বোচ্চ ভ্যাটদাতা প্রতিষ্ঠান ইস্টিশন রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশনের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করছেন বখতেয়ার মুন্না
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশন কুমিল্লার আয়োজনে ৬টি ভ্যাট বিভাগের সর্বোচ্চ ভ্যাটদাতাদের সম্মাননা দেয়া হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর ) সকালে কুমিল্লা নজরুল ইনস্টিটিউট অডিটোরিয়ামে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেনের সভাপতিত্বে ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার খন্দকার খুরশীদ কামাল।
কুমিল্লা কর অঞ্চলের ছয় জেলার মধ্যে ভ্যাট আইন প্রতিপালনকারী প্রতিষ্ঠান হিসেবে একমাত্র ফেনীর ইস্টিশন রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সম্মাননা পেয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন বখতেয়ার মুন্না।
সর্বোচ্চ ভ্যাটদাতা সম্মাননা পেয়েছেন কুমিল্লা ভ্যাট বিভাগ থেকে মালাই সুইটস অ্যান্ড বেকারির স্বত্বাধিকারী খোকন সরকার ও আরমান আলী, এস আর এন ইলেকট্রনিকস লিমিটেডের সহব্যবস্থাপক আরমান আলী।
নোয়াখালী ভ্যাট বিভাগ থেকে সম্মাননা পেয়েছেন সিলভা ফার্মাসিউটিক্যালসের সেক্রেটারি ইকবাল হোসেন এবং প্রাইম ডিস্ট্রিবিউশনের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম।
লক্ষ্মীপুর ভ্যাট বিভাগ থেকে সম্মাননা পেয়েছেন পিটি কনজুমার প্রোডাক্টস লিমিটেডের আবু নাসের, মেসার্স হরিনারায়ণ মজুমদার অ্যান্ড সন্সের শংকর মজুমদার, হোটেল নূরজাহানের সাইফুল ইসলাম।
চাঁদপুর ভ্যাট বিভাগ থেকে সম্মাননা পেয়েছেন মেসার্স চাঁদপুর লাইমসের মো. তাজুল ইসলাম, এইচ পাওয়ার মটরসের আব্দুর রহিম ও হোটেল গ্র্যান্ড হিলশার শাহেদুল হক।
উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গড়ব জাতি এ প্রতিপাদ্য বিষয়ে আয়োজিত সেমিনারে কুমিল্লা অঞ্চলের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনের সভাপতিত্বে যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আবদুল মান্নান সরদার বক্তব্য দেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. হাসরাত ইমাম সরকার, নাহার ই আম্বিয়া, এবং ফারজানা খাতুন।
এতে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।