পঞ্চগড়ে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পণ্ড হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ বন্দিদের মুক্তির দাবিতে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।
নেতাকর্মীরা জানান, বাধায় পড়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে মহাসড়কের ওপর সমাবেশ করেন।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক জাহেরুল ইসলাম কাচ্চু, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহেদ রাসেল, ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্পাদক মনিরুজ্জামান মানিকসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় জেলা বিএনপির আহবায়ক জাহেরুল ইসলাম কাচ্চু সময় সংবাদকে বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সব বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আহ্বান করা হয়। দুপুরে নেতাকর্মীরা এক হয়ে পঞ্চগড় বিএনপি কার্যালয়ে উপস্থিত হই। একটি প্রতিবাদ মিছিল বের করলে মূলফটকের সামনে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের বাধায় রাস্তার পাশে অবস্থান নিয়ে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের সমাবেশ পরিচালনা করি। তবে আগামী ২৪ তারিখে আমাদের একটি মন মিছিল অনুষ্ঠিত হবে। সেই মিছিলটি আমরা সুশৃঙ্খলভাবে পালন করব।
এ দিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, সড়কের শৃঙ্খলা ঠিক রাখতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা তাদের রাস্তায় উঠতে দেইনি। তারা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেছে।