ছবি: সংগৃহীত
গতমাসে হঠাৎ করে এইচএস কোড পরিবর্তন করে সিমেন্টের কাঁচামাল লাইমস্টোন আমদানিতে ৩০ শতাংশ সম্পূর্ক শুল্ক বসিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। যা সিমেন্ট শিল্প খাতকে ব্যাপকভাবে ক্ষতির মুখে ফেলেছে বলে দাবি করছেন এই শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারস অ্যাসোসিয়েশন (বিসিএমএ)।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে নতুন করে আরোপিত সম্পূরক শুল্ক তুলে নেয়ার দাবি জানান সংগঠনটির সভাপতি মো. আলমগীর কবির।
এসময় তিনি জানান, সিমেন্ট উৎপাদনে ৩০ শতাংশই দরকার হয় লাইমস্টোন। আগে এই কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর বাবদ সরকারের কোষাগারে ২৭ শতাংশ দিতে হলেও বর্তমানে ৬৭ শতাংশ দিতে হচ্ছে।
এছাড়া সিমেন্ট শিল্পে দরকারি প্রতিটি কাঁচামালের আমদানি মূল্যের চেয়ে বেশি পরিমাণ কর আদায় করা হচ্ছে, এমন তথ্য তুলে ধরা হয়।
এমনকি বাংলাদেশ ব্যাংক ডলারের যে দাম নির্ধারণ করে দিচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ তার চেয়ে বেশি ধরে শুল্ক-কর ধার্য্য করছে বলেও অভিযোগ বিসিএমএ’র।