মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত চালকের স্বজনরা।
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে কাভার্ডভ্যানের ধাক্কায় শওকত আলী শেখ (৪৭) নামে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মোস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শওকত আলী শেখ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ি এলাকার মৃত শহর আলী শেখের ছেলে।
মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে পুলিশের টিএসআই রুহুল আমিন খান জানান, মাদারীপুরের ডাসার থেকে পুরাতন মালামাল নিয়ে কাভার্ডভ্যানটি রাজধানীর ইসলামাবাগে যাচ্ছিল। ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মোস্তফাপুরে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই মারা যান চালক শওকত ও গুরুতর আহত হন মনির। পরে মনিরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।