যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী নির্বাচনের লক্ষ্যে পরিচালিত এক জরিপে পিছিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার চেয়ে ২৩ পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে রয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডে এবং সাফোক বিশ্ববিদ্যালয় পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুসারে, রিপাবলিকান দলের সমর্থক এবং রিপাবলিকান দলে ঘেঁষা ভোটাররা গত মঙ্গলবার প্রকাশিত ওই জরিপে ট্রাম্প নয় বরং নতুন প্রার্থী হিসেবে রন ডিস্যান্টিসকে বেছে নেয়ার পক্ষে রায় দিয়েছেন।
ইউএস টুডে এবং সাফোক বিশ্ববিদ্যালয় পরিচালিত জরিপে ট্রাম্প পিছিয়ে থাকলেও একই সময়সীমার মধ্যে পরিচালিত আরেকটি জরিপ আশার আলো দেখিয়েছে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন বিষয়ে পরামর্শদাতা প্রতিষ্ঠান মর্নিং কনসাল্ট পরিচালিত ওই জরিপে ডিস্যান্টিসের চেয়ে অন্তত ১৮ পয়েন্ট এগিয়ে ছিলেন ট্রাম্প।
এর আগে, বিখ্যাত জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ফলাফলে থেকে দেখা গেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন উভয়ই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয় প্রেসিডেন্টদের মধ্যে ঠাঁই করে নিয়েছেন। গ্যালপ ১৯৩৫ সাল থেকে যত জরিপ করেছে তার মধ্যে সবচেয় কম জনপ্রিয় নেতাদের কাতারে উঠে গেছেন বাইডেন ও ট্রাম্প।
গত ১৪ নভেম্বর প্রকাশিত গ্যালপের এক জরিপ বলছে, ৬৫ শতাংশ মার্কিন নাগরকিই চান না বাইডেন ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। একই সংখ্যক নাগরিক একইভাবে ট্রাম্পকেও নাকচ করেছেন।