ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ইয়াংতজি মেমোরি টেকনোলজিসসহ ত্রিশটিরও বেশি চীনা কোম্পানি কালোতালিকাভুক্ত করেছে।
সম্প্রতি কালোতালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলো এখন থেকে আর নিজেদের প্রস্তুতকৃত পণ্যের জন্য যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল কিনতে পারবে না।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদফতর থেকে জানানো হয়েছে, কালোতালিকাভুক্ত কোম্পানিগুলো স্পেশাল এক্সপোর্ট লাইসেন্স ছাড়া আর পণ্য কিনতে পারবে না।
এর আগে হুয়াইয়ে টেকনোলজিসের ওপরেও এ ধরনের নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এতে করে স্মার্টফোন কোম্পানিটির ব্যবসা বড় রকমের বিপদের মুখে পড়ে। যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপে চীনের চিপ তৈরিতে শীর্ষে স্থান ধরে রাখা হুমকির মুখে পড়েছে।
এ ব্যাপারে বুধবার (১৪ ডিসেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘যুক্তরাষ্ট্র ব্যবসাকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলছে। তারা নিজেদের সক্ষমতাগুলোকে চীনের বিপক্ষে অর্থনৈতিক অস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছে। ওয়াশিংটন যা করছে এতে করে সরবরাহ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হচ্ছে। চীনা কোম্পানিগুলো নিজেদের স্বার্থ রক্ষার জন্য যা যা করা দরকার করবে।’
মূলত নিজেদের জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে একের পর এক চীনা কোম্পানি কালোতালিকাভুক্ত করলেও, ঠিক কী কারণে কোন কোম্পানি শাস্তির সম্মুখীন হয়েছে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেনি বাইডেন প্রশাসন।
সূত্র- ব্লুমবার্গ