মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৪ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ভোর ৫টা থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করে করা হয়।
ঘাট কর্তৃপক্ষ জানায়, নৌরুটে রাত ২টা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর ৫টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এতে নৌরুটের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে ওই রুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এরপর মাঝ নদীতে আটকে পড়া হাসনা-হেনা, পরাণ, এনায়েতপুরী, রজনীগন্ধা, ফরিদপুরী নামের পাঁচটি ফেরি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের টিএ মো. হারুন মিয়া বলেন, এ বছর মধ্যে আজ কুয়াশার মাত্রা বেশি। এতে ১০ মিটারের বেশি দেখা যাচ্ছিল না। তাই ভোর ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে কুয়াশার মাত্রা কমে গেলে সকাল সাড়ে ৯টার দিকে ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।