টাঙ্গাইলের ঘাটাইল থেকে ৮৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে ঘাটাইলের হামিদুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি নাটোরের গুরুদাসপুর থানার সিধুলী গ্রামের জাকির শাহর ছেলে সাকিবুল হাসান (৩৪)।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে র্যাবের অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, বুধবার বিকেলে ঘাটাইলের হামিদুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হামিদপুর বাসস্ট্যান্ড থেকে ৮৫০ গ্রাম হেরোইনসহ সাকিবুল হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, সাকিবুল হাসানের বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় দুপুরে তাকে ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।