প্রতীকী ছবি
দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাইসহ ভারতের কয়েকটি বড় শহরে পরিচালিত সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার ভারতে বিবাহিত দম্পতিদের সম্পর্কের ক্ষতি করছে। খবর দ্য হিন্দুর।
ভিভো পরিচালিত ‘স্মার্টফোন এবং মানব সম্পর্কের ওপর তাদের প্রভাব ২০২২’ শীর্ষক এক সমীক্ষায় দেখা গেছে, ৬৭ শতাংশ উত্তরদাতারা তাদের স্ত্রীর সাথে সময় কাটানোর সময়ও তাদের স্মার্টফোনে থাকার কথা স্বীকার করেছেন। অন্যদিকে, উত্তরদাতাদের ৯৯ শতাংশ বলেছেন, তারা তাদের স্ত্রীর সাথে স্বাচ্ছন্দ্যে কথোপকথনে জড়িত হওয়ার থেকে অন্যান্য কাজে বেশি সময় ব্যয় করেন।
সমীক্ষায় দেখা গেছে, ৮৯ শতাংশ উত্তরদাতারা তাদের স্ত্রীর সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। সমীক্ষায় অংশগ্রহণ করা মানুষ তাদের সমস্যাগুলো বুঝতে পেরেছেন এবং তারা পরিবর্তন হতে ইচ্ছুক। ৮৮ শতাংশ উত্তরদাতারা একমত হয়েছেন, স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়া তাদের স্ত্রীর সঙ্গে তাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে।
গবেষণা সমীক্ষায় আরও দেখা যায়, ৯০ শতাংশ উত্তরদাতারা তাদের স্ত্রীদের সঙ্গে অর্থপূর্ণ কথোপকথনের জন্য আরও অবসর সময় দিতে চান। গবেষণায় দেখা গেছে, ৭০ শতাংশ মানুষ বিরক্ত হয় যখন তাদের স্ত্রী তাদের ফোনে ডুবে থাকা অবস্থায় কিছু জিজ্ঞাসা করে।
গবেষণায় বলা হয়েছে, ৬৬ শতাংশ মানুষ মনে করেন, স্মার্টফোনের অত্যধিক ব্যবহার তাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ককে দুর্বল করে দিয়েছে।
গবেষণায় আরও দেখা যায়, ৬৯ শতাংশ উত্তরদাতারা মাঝে মাঝে তাদের স্মার্টফোনের দ্বারা বিভ্রান্তির শিকার হন এবং এ কারণে তারা স্ত্রীর প্রতি যথেষ্ট মনোযোগী হতে পারেন না। এছাড়া ৬৮ শতাংশ পুরুষ স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সময় তাদের ফোনের দ্বারা বিভ্রান্ত হওয়ার জন্য নিজেদের দোষী মনে করেন।
ভিভো ইন্ডিয়ার ব্র্যান্ড স্ট্র্যাটেজি প্রধান যোগেন্দ্র শ্রীরামুলা বলেন, যদিও এখনকার জীবনে স্মার্টফোনের তাৎপর্য অপরিসীম এবং এটি বিতর্কের উর্ধ্বে। তবে এর অতিরিক্ত ব্যবহার সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। একটি দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে, আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর গুরুত্বকে অনুধাবন করি কেননা এটিই অবসর সময়ের প্রকৃত অর্থ।