ছবি: সংগৃহীত
কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ, জমিসহ তৈরি বাড়ি কেনা এবং ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ঋণ দেয়ার লক্ষ্যে সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের সঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি চুক্তি স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বেবিচক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এবিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, বিদ্যমান নীতিমালা অনুযায়ী কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা খুবই স্বল্প পরিমাণ ঋণ পেতেন। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল।
ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ বা জমিসহ বাড়ি বা ফ্ল্যাট কেনার নীতিমালা অনুমোদন এবং সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের সঙ্গে চুক্তি হওয়ার ফলে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপকৃত হবেন বলে মনে করেন তিনি।
তিনি বলেন, কর্তৃপক্ষের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব, সময়োপযোগী পদক্ষেপ, মানবিক দৃষ্টিভঙ্গির কারণেই কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই ঋণ দেয়ার ব্যবস্থা করা সম্ভব হয়েছে।
এজন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে বেবিচকের কর্মচারী-কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা জানান, বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকিং চ্যানেলেরর মাধ্যমে গৃহ নির্মাণ, জমিসহ বাড়ি কেনা ও ফ্ল্যাট কেনার বিষয়ে চুক্তি হওয়ার ফলে একদিকে বেবিচকের কর্মকর্তা-কর্মচারীরা উপকৃত হবেন, অপরদিকে দেশের আবাসন খাত তথা জিডিপি‘র বৃদ্ধিতেও তা ভূমিকা রাখবে।
সময়ের ধারাবাহিকতায় সরকারি কর্মচারীদের আর্থিক সীমাবদ্ধতা, জমি বা বাড়ির ক্রয়মূল্য বেড়ে যাওয়া ও আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনা করে সরকারি কর্মচারীদের জন্য ২০১৮ সালের ৩০ জুলাই ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণ প্রদান নীতিমালা প্রণয়ন করে সরকার। সে পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারীরা এ সুবিধা ভোগ করছেন।
এ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বেবিচক সরকারি কর্মচারীদের পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ, জমিসহ তৈরি বাড়ি কেনা এবং ফ্ল্যাট কেনার ঋণ দেয়ার বিষয়টি পর্যালোচনা করে ২৭২তম বোর্ড সভায় এর অনুমোদন দেয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২১ সালের ২৮ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নেয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের আরোপিত বিভিন্ন শর্তাবলী প্রতিপালন করে সরকারি কর্মচারীদের পাশাপাশি এ কর্তৃপক্ষের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ বা জমিসহ তৈরি বাড়ি কেনা বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি নীতিমালা-২০২১ জারি করা হয়।
সে মোতাবেক এ কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ, জমিসহ তৈরি বাড়ি কেনা এবং ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ঋণ দেয়ার লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রতিষ্ঠান সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি সম্পাদনের আগ্রহ প্রকাশ করে চিঠি দেয়া হলে সংশ্লিষ্ট ব্যাংকগুলো তাদের স্ব-স্ব খসড়া সমঝোতা স্মারক পাঠায়।
বেবিচক ও ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা ও পর্যালোচনা করে খসড়া চুক্তি চূড়ান্ত করে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেয়া হয়। সেই প্রেক্ষিতে আজ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।
এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠানে বেবিচক-এর চেয়ারম্যান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর এবং অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদুল কবির উপস্থিত ছিলেন।