ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক মো. আলাউদ্দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোর্ট পরিদর্শক মো. আব্দুল ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গেল কয়েক মাস আগে সদরের রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আওয়ামী লীগের এক নেতা ভাঙচুর ও মারপিটের অভিযোগ তুলে থানায় মামলা করেন। সেই মামলায় পয়গাম আলীকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানোর আগে বুধবার (১৪ ডিসেম্বর) রাতে পৌর শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, কয়েক মাস আগে রুহিয়ায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মারপিট ও ভাঙচুরের মামলা করেন রুহিয়া থানার ঘনিবিষ্ণপুর গ্রামের আওয়ামী লীগ নেতা নুর ইসলাম। এ মামলায় স্থানীয় বিএনপির ৩১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আর সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।