ছবি সংগৃহীত
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম আফ্রিকান দেশ হিসেবে খেলা মরক্কোর যাত্রা শেষ পর্যন্ত থামায় ফ্রান্স। সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে ফরাসি তারকা এমবাপ্পে তার বন্ধু হাকিমিকে উদ্দেশ করে বলেছে যে, সে ইতিহাস সৃষ্টি করেছে।
সেমিতে লড়াইয়ের আগে হাকিমিকে এমবাপ্পে টুইট করে একটি বার্তা দিয়েছিলেন। তাতে লিখেছিলেন, ‘দেখা হবে বন্ধু।’ জবাবে হাকিমি ভালোবাসার ইমোজি দিয়েছিলেন।
আর সেমিফাইনালে মুখোমুখির আগে নিশ্চিত ছিল পিএসজিতে খেলা দুই বন্ধুর একজনকে বিদায় নিতে হবে। আর তা নিয়েছে হাকিমি। তারপর বন্ধুকে সান্ত্বনা দিয়ে হাকিমিকে টুইট করে এমবাপ্পে লেখেন, ‘কষ্ট নিও না ভাই। তোমরা যা করেছো তাতে সবাই গর্বিত। তোমরা তো ইতিহাস সৃষ্টি করেছো।’ সাথে সেমির ম্যাচ শেষে দুজনের কোলাকুলির ছবিও যুক্ত করেছেন তিনি।
সেমিফাইনালে মরক্কোকে হারানোর পর এমবাপ্পে ও হাকিমি জার্সি পরিবর্তন করেন। জিততে না পারলেও তখনই বন্ধুকে দুর্দান্ত ফুটবল খেলার জন্য বাহবা দিয়েছেন এমবাপ্পে।
পিএসজিতে গত দুই মৌসুম ধরে একসঙ্গে খেলছেন এমবাপ্পে ও হাকিমি। ২০২১ সালে ইন্টার মিলান ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর এ দুজনের মধ্যে গভীর বন্ধুত্বের সৃষ্টি হয়। নানান সময়ই ইনস্টাগ্রামে পরস্পর ছবি পোস্ট করে থাকে।