উচ্চ আদালতে রিটে প্রার্থিতা ফিরে উল্লসিত প্রার্থী ও সমর্থকরা।
উচ্চ আদালতের রায়ে অবশেষে প্রার্থিতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে পাঁচ কাউন্সিলর প্রার্থী। তবে নথিপত্র জটিলতার কারণে এখনও এক সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেননি রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে প্রতীক বরাদ্দ দেয় জেলা নির্বাচন কমিশন। এর আগে সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতীক বরাদ্দের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিভিন্ন প্রার্থীর সমর্থকরা।
তাদের অভিযোগ গত ১২ ডিসেম্বর রিটের পরিপ্রেক্ষিতে ছয় আবেদনকারীর প্রার্থিতা ফিরিয়ে দেয়া ও প্রতীক বরাদ্দের আদেশ দেন উচ্চ আদালত। তবে আদালতের আদেশ থাকলেও রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের প্রতীক বরাদ্দ না দিয়ে কালবিলম্ব করছিলেন। পরে আলোচনার পর ছয় প্রার্থীকে প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত হয়।
১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী জাকারিয়া আলম শিপলুর আইনজীবী এ এস এম মাহমুদুল ইসলাম সেলিম বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের পর রিটার্নিং কর্মকর্তা ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা বাতিল করেন। এরপর বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করলে বিভাগীয় কমিশনারও সেই আবেদন বাতিল করলে উচ্চ আদালতে রিট করি। রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত প্রার্থী জাকারিয়া আলম শিপলুকে প্রার্থীরা ফিরিয়ে দেয়া এবং প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। কিন্তু তিন দিন থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঘুরেও প্রতীক বরাদ্দ নিয়ে টালবাহানা করছিলেন। পরে আমার প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।’
আদালতের রায়ের পর প্রতীক বরাদ্দ পেলেন যারা: ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাহ কামরুজ্জামান তুষার, ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী আফজাল হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী জাকারিয়া আলম শিপলু, ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী এম এ রউফ সরকার ও ৩০ নম্বর ওয়ার্ডের প্রার্থী আরজু মিয়া।
কিন্তু নথিপত্র জটিলতার কারণে এখনও সংরক্ষিত ১৬, ১৭ ও ১৯ ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ফাতেমা আখতারকে প্রতীক বরাদ্দ দেননি রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।
আব্দুল বাতেন বলেন, উচ্চ আদালতের নথিপত্র যাচাই-বাছাই করতে কিছুটা সময় ব্যয় হলেও দ্রুত সময়ের মধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
রংপুর সিটি করপোরেশনে আগামী ২৭ ডিসেম্বর নির্বাচনে মেয়র পদে ৯, কাউন্সিলর পদে ১৮৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৭ জনসহ মোট ২৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।