‘গ্লোবাল একশন ডেইজ’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ছবি: বিজ্ঞপ্তি
শিশু একাডেমির হলরুম, প্রশিক্ষণ রুম, বারান্দা- পুরো শিশু একাডেমি জুড়েই যেন অন্যরকম এক উৎসবের আমেজ। বাংলাদেশে এবারই প্রথমবারের মতো উদযাপিত হলো ‘গ্লোবাল একশন ডেইজ’। শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৫০০ শিক্ষার্থী এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
বিশ্বের সর্ববৃহৎ পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান ‘দি ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকশেনের (FEE)’ এর বাংলাদেশে ন্যাশনাল অপারেটর প্রভা অরোরার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী (এমপি)।
প্রভা অরোরা‘র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব বিধান চন্দ্র পাল অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিডিডিআর,বি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র সাবেক কর্মকর্তা এবং পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারপার্সন ডা.আফতাব উদ্দিন।
শনিবার (৬ মে) দুপুর আড়াইটায় শিশু একাডেমির শিশু গ্রন্থ ভবনের ২য় তলায় রোকনুজ্জামান খান দাদা ভাই হলে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী অধ্যাপক কাজী মদিনা, স্থপতি ও পরিকল্পনাবিদ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের উপদেষ্টা স্থপতি সালমা এ শফি, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, প্রভা অরোরার পরিচালনা পর্ষদের সদস্য ডালিয়া দাস প্রমুখ।
সাবের হোসেন চৌধুরী এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। উন্নত বিশ্বের দূষণের ফল আমরা বাংলাদেশে পাচ্ছি। ফলে সারা বিশ্বের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশেও এ গ্লোবাল অ্যাকশন ডেইজ উদযাপিত হচ্ছে।
তিনি শিক্ষার্থীদের‘৫-আর’ চর্চার আহ্বান জানিয়ে বলেন, পরিবেশকে রক্ষা করতে পারলে আমরা নিজেদেরও রক্ষা করতে পারব। তাই আমরা জেনে বুঝে পরিবেশের ক্ষতি করব না। পদ্মা সেতু, মেট্রোরেলসহ বাংলাদেশের অনেক উন্নয়নের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এই উন্নয়নগুলোকে টেকসই করতে হবে আর সেটা করতে হলে অবশ্যই আমাদের পরিবেশকে ঠিক করতে হবে।
৫-আর হচ্ছে- পরিহার, হ্রাস, পুনঃব্যবহার, পুনঃউপযোগীকরণ এবং নতুন বস্তুতে রূপান্তর। এগুলোর সবই ‘দূষণ মোকাবিলা ও রোধ’ এ অবদান রাখে।
অধ্যাপক কাজী মদিনা পরিবেশের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, আমরা চারপাশের পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করবো।
লাকী ইনাম বলেন,আমাদের চারপাশে পাখির ডাক, সবুজ কমে যাচ্ছে। ৫-আর চর্চার মধ্য দিয়ে আমরা পৃথিবীর পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করব।
শিক্ষার্থীরা অনুষ্ঠানের এক পর্যায়ে ৫-আর চর্চার মধ্য দিয়ে পরিবেশবান্ধব মানুষ হয়ে ওঠার জন্য অঙ্গীকার করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের হাতে অংশগ্রহণের সার্টিফিকেট তুলে দেন। অংশগ্রহণকারী সবাইকেই অংশগ্রহণের জন্য সার্টিফিকেট দেয়া হয়।