নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের ব্যাখ্যা দিতে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের ভাই।
সোমবার (৮ মে) তাকে তলব করেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর। চিঠিতে আগামী ১০ মে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেয়ার জন্য বলা হয়।
রিটার্নিং কর্মকর্তা এক চিঠির মাধ্যমে উল্লেখ্য করে বলেন, ৮ মে বরিশাল বিমানবন্দর হতে ব্যাপক শো-ডাউনের মাধ্যমে শহরে প্রবেশ করবেন মুফতি সৈয়দ ফয়জুল করীম। এরই পরিপ্রেক্ষিতে তার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়। প্রতিনিধিকে অবগত করা হয় যে, নির্বাচন-পূর্ব সময়ে যে কোনো প্রকার মিছিল/শো-ডাউন সিটি করপোরেশন (নির্বাচনী আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ১১ (২)-এর সুস্পষ্ট লঙ্ঘন।
আরও পড়ুন: বসিক নির্বাচন / আ.লীগের রাজনীতিতে নতুন মেরুকরণ, দ্বন্দ্ব কাটছেই না
উক্ত বিষয়ে একাধিকবার তার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয় এবং তার পক্ষ থেকে নির্বাচনের সব আচরণবিধি প্রতিপালনের বিষয়ে আশ্বস্ত করা হয়। কিন্তু দেখা যায়, তার সমর্থকরা মোটরসাইকেল, পিকআপ, মাইক্রোবাস ইত্যাদি যানবাহনসহ ব্যাপক মিছিল করে ও শো-ডাউন দেয়।
মুফতি সৈয়দ ফয়জুলের রাজনৈতিক দলের লোগো, নির্বাচনী প্রতীকসহ মিছিল ও শো-ডাউন করে আচরণবিধির বিধি ৫, ৭ (ক), ১১ (২) ও ১৩ (ক)-এর সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। এ বিষয়ে তাকে স্ব- শরীরে আগামী বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা প্রদান করার জন্য অনুরোধ করা হয়।
তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের শেষ সময় ২১ মে। আপিল নিষ্পত্তির শেষ সময় ২৪ মে। প্রত্যাহারের শেষ সময় ২৫ মে এবং প্রতীক বরাদ্দ ২৬ মে।
আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।