ক্ষমতাসীন সরকারের আচরণেই নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৫ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ আলোচনা সভায় দলের ৫ স্থায়ী কমিটির সদস্যসহ সমমনা দলের নেতারা অংশ নেন।
ফখরুল বলেন, ‘আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি দেয়, নিষেধাজ্ঞা দেয়। এটা আমাদের জন্য খুব আনন্দের কথা নয়, লজ্জার কথা। আমরা একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের নাগরিক। আজকে আমাদের ওপর আরেকটি দেশ থেকে নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হচ্ছে।’
‘আওয়ামী লীগের অবৈধ সরকার দেশকে এমন জায়গায় নিয়ে গেছে, তাদের দুঃশাসনের কারণে, তাদের লুটের কারণে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। কারণ এ সিদ্ধান্ত ছাড়া গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার কোনো পথ আন্তর্জাতিক সম্প্রদায় দেখতে পারছে না বলেই এটি হয়েছে,’ যোগ করেন তিনি।
এসময় সরকার পতনের হঁশিয়ারি দিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘পথ এখন একটাই। সেটি হলো আন্দোলনের মাধ্যমে এ ফ্যাসিস্ট সরকারকে বিদায় জানানো।’
দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ড. থন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আসুন আমরা সবাই যে যেই অবস্থানেই থাকি, এ স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য এ দেশে গণঅভ্যুথানের সৃষ্টি করি। এই ফ্যাসিস্ট এবং গায়ের জোরের সরকার থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করি।’
এসময় রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় দেয়ার হুঁশিয়ারিও দেন উপস্থিত বিএনপি নেতারা।