আমির হোসেন আমু (ফাইল ছবি)
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, কাউকে দাওয়াত দিয়ে সংলাপে ডাকা হবে না৷
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বুধবার (৭ জুন) বিআইসিসি’তে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আমু বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো সংলাপও আহ্বান করা হয়নি৷ সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে৷ সব দলকে তা মেনেই নির্বাচনে আসতে হবে৷
তিনি বলেন, জনগণ ভোটের মাধ্যমে কারা সরকারে থাকবে, সেই সিদ্ধান্ত নেবে৷ এর ব্যত্যয় হওয়ার সুযোগ নাই৷ দেশে আর কখনোই সাংবিধানিক সংকট তৈরি হতে দেবে না আওয়ামী লীগ৷
এর আগে মঙ্গলবার (৬ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দল আয়োজিত প্রতিবাদ সভায় আমু বলেন, প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধির সামনে বিএনপির সঙ্গে মুখোমুখি বসে রাজনৈতিক সংকট ও আগামী নির্বাচনের একটা সুরাহা করতে চায় আওয়ামী লীগ।
তিনি বলেন, আলোচনা বাদে অন্যকোনো পন্থায় সংকটের সমাধান সম্ভব নয়। আর অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসার পাঁয়তারা করলে প্রতিরোধ করবে জনগণ।