জুড বেলিংহাম। ছবি: সংগৃহীত
জুড বেলিংহাম যে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন তা এক প্রকার নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু দুই পক্ষের মধ্যে কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো। সেটাও হয়ে গেল অবশেষে। ডর্টমুন্ডের ১৯ বছর বয়সী তারকা বেলিংহামের সঙ্গে ৬ বছরের জন্য চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।
চলতি মৌসুমে বুন্দেসলিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার জুড বেলিংহাম। এর আগে কাতার বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন এই টিনএজ তারকা। পড়েছেন বড় দলগুলোর নজরে। তিন মৌসুম আগে চ্যাম্পিয়নশিপের ক্লাব বার্মিংহাম থেকে বুন্দেসলিগায় যোগ দেওয়া বেলিংহামকে তাই জার্মানি ছেড়ে পাড়ি জমাতে হচ্ছে স্পেনে। আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন তিনি।
বুধবার (৭ জুন) বরুশিয়া ডর্টমুন্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করেছে বিষয়টি। তারা জানিয়েছে, তারা বেলিংহামকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে।
বেলিংহামের রিয়ালে যোগ দেওয়ার চুক্তির বিভিন্ন দিক এরই মধ্যে জানা গেছে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ডর্টমুন্ড থেকে ১০৩ মিলিয়ন ইউরো বা ৮৮.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ১৯ বছর বয়সী বেলিংহামকে দলে টানছে রিয়াল। তবে এই অর্থের অংক বাড়তে পারে আরও। বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে আরও ৩০ শতাংশ বাড়তে পারে তার মূল্য। ১৯ বছর বয়সীর সঙ্গে রিয়াল ছয় বছরের জন্য চুক্তি করছে, যা পরবর্তীতে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে নবায়নের সুযোগ থাকবে। ২০১৯ সালে শেষ হবে চুক্তির মেয়াদ।
রিয়াল মাদ্রিদে বেতন হিসেবে বার্ষিক ১০ থেকে ১২ মিলিয়ন ইউরো পাবেন বেলিংহাম।
২০২০ সালে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেওয়ার পর ১৩২ ম্যাচে ২৪ গোল ও ২৫ অ্যাসিস্ট করেছেন বেলিংহাম। চলতি মৌসুমেও ৪২ ম্যাচে ৮ গোল করার পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি।