শনিবার রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তৃতা করছেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মাথায় তিন ভূত চেপেছে–তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ ও পার্লামেন্ট বিলুপ্তি। দেশের শান্তি চাইলে তাদের মাথা থেকে এই তিন ভূত নামাতে হবে।
শনিবার (১০ জুন) রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আল্লাহ যাকে রাখবে, জনগণ যাকে চাইবে তাকে ক্ষমতা থেকে কেউ হটাতে পারবে না।
তিনি বলেন, বিএনপি খেলার মাঠে না এসে লাফালাফি শুরু করেছে। আওয়ামী লীগ যখন খেলার মতো খেলতে নামবে তখন বিএনপি পালানোর সুযোগ পাবে না। বিএনপির আন্দোলন করার মতো কোনো নেতা নেই। তাদের দলের শীর্ষ এক নেতা হাসপাতালে, আরেক নেতা মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। কত দলের জগাখিচুড়ি ঐক্য আছে বিএনপির–ফখরুলের কাছে জানতে চান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি, তারা নামেনি। আগুন-সন্ত্রাসের জন্য তারা আবারও প্রস্তুতি নিচ্ছে।
বিএনপি অবান্তর কথা বলছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার পদত্যাগ করলে বাতাসের সঙ্গে সংলাপ করবে বিএনপি? অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। তাই কোনো ভয় নেই আমাদের। তবে অপকর্ম করলে বিএনপিকে মূল্য দিতে হবে।’
এর আগে একই সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি ভোট মানে না, গায়ের জোরে ক্ষমতায় যেতে চায়। এ দেশের নির্বাচন হবে শেখ হাসিনার অধীনেই।
শেখ হাসিনাকে কবরে পাঠানো তো দূরে থাকুক; তার দিকে কেউ চোখ তুলে তাকালে, চোখ তুলে ফেলা হবে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ফারুক খান বলেন, বিদেশিরা এ দেশের জাতীয় নির্বাচনে নাক গলাতে শুরু করেছেন, যা দেশের জনগণ পছন্দ করছেন না।
আর দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, বিএনপি-জামায়াত আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে চায়। নির্বাচন এলেই তারা ষড়যন্ত্র করে। তাদের সব ষড়যন্ত্রের জবাব রাজপথে দেয়া হবে।