কেরানীগঞ্জের রুহিতপুরে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
বিএনপি নির্বাচন হতে দেবে না বলে হুমকি দিচ্ছে, তারা নির্বাচনে আসুক আর না আসুক যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার (১০ জুন) বিকেলে কেরানীগঞ্জের রুহিতপুরে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, একাত্তরের ঘাতক এবং ৭৫ এর ঘাতকরা একত্রিত হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি-জামায়াত দেশকে পেছনে ঠেলে দিতেই এ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি নেতা তারেক রহমানকে অত্যাচার করা হয়েছিল। এখন আবার তারাই সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে কামরুল ইসলাম আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট এখন মৃত। সংবিধানের বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যাওয়ার প্রশ্নই ওঠে না। নির্বাচনকালীন সরকার, নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে এবং এই সরকারই নির্বাচন কমিশনকে নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করবে।
বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে অংশ নিতে হবে। আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি কর্মীদের কাছ থেকেই বিতাড়িত হবে। তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে হবে, এ সব বিষয় নিয়ে কোনো সংলাপ হবে না।
বিদেশি প্রভুদের সঙ্গে নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই। জনগণই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে পারে। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে বলেও জানান তিনি।
দেশের সব ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে জানিয়ে কামরুল বলেন, জিনিসপত্রের মূল্য, বিদ্যুৎ সমস্যাসহ দেশে কিছু সমস্যা রয়েছে। তবে পরিকল্পিতভাবে এসব সমস্যা সমাধানে চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
দীর্ঘ ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ, একজন সংসদ সদস্য হিসেবে কেরানীগঞ্জ এলাকার নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বিরোধী দলের যে কোনো ধরনের অপকর্ম রুখে দিতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান আওয়ামী লীগের এ প্রবীণ নেতা।