আমেরিকার নিউ মেক্সিকোতে একজন চোর বাড়ির মালিকদের কাছে ভেঙে দেয়া জানালার জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি ২০০ ডলার রেখেও গেছেন।
এমন অভিনব ঘটনায় বাড়ির মালিক হতভম্ব হয়ে পড়েছেন। পরে বিষয়টি পুলিশকে জানালে চোর ধরাও পড়ে। পুলিশ পুরো ঘটনা তদন্ত কর দেখছে।
নিউ মেক্সিকোর ভেরেদা সেরেনায় নিচের বাড়িতে ফিরে মালিক একটি শোবার ঘরে দেখতে পান সেখানে একটি খাম পড়ে আছে। তাতে একটি চিঠি এবং ২০০ ডলার।
যখন তিনি বুঝতে পারেন বাড়িতে চোর ঢুকেছিলো। তবে বাড়ি থেকে কিছু খোয়া যায়নি। চোর বাড়িতে ঢুকে খেয়েছে, ঘুমিয়েছে, গোসল করেছে, বিয়ারও পান করেছে।
এসব বাদে বাড়ি থেকে একটি মূল্যবান জিনিসও নড়চড় হয়নি। সব কিছু আগেই মতোই আছে। তবে একটি জানালার কাঁচ ভাঙা। কারণ, কাঁচ ভেঙ্গেই বাড়িতে ঢুকেন চোর।
গেলো ৩০ জানুয়ারির এমন অভিনব ঘটনা জন্ম নেয়া ব্যক্তির নাম থেরাল ক্রিস্টান। বয়স ৩৪। তীব্র তুষারপাত থেকে বাঁচার জন্যই তিনি ওই বাড়িতে ঢুকে পড়েন।
থেরাল সাথে একটি রাইফেল ও ব্যাগ নিয়ে বাড়ির জানালা ভেঙ্গে ভেতরে ঢোকেন। আর এজন্য বাড়িওয়ালার কাছে ক্ষমাও চেয়ে যান। আর ভাঙ্গা কাঁচ সারাতে রেখে যান ২০০ ডলার।
রেখে যাওয়া চিঠিতে থেরাল লেখেন, ‘দুঃখিত, জানলার কাচ ভাঙার জন্য। ক্ষতিপূরণ দিয়ে গেলাম। পারলে ক্ষমা করে দেবেন’।
তিনি পুলিশকে জানান, বাধ্য হয়ে বাড়িতে ঢুকতে হলেও জানলার কাচ ভেঙে ফেলায় তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করেছিল। তাই যাবার আগে ক্ষতিপূরণ দিয়ে গিয়েছেন।
থেরাথ আরও জানান, বাড়িতে ঢুকে ঘুমিয়েছেন, খাবার খেয়েছেন কিন্তু কোনও মূল্যবান জিনিস চুরি করেননি। তিনি সত্যি বলছেন কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।