বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির সিনিয়র নেতারা।
বৃহস্পতিবার (২৯ জুন) বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, সেলিমা রহমান, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার ও নজরুল ইসলাম খান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশানের বাসায় যান।
এরআগে, বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দলটির সিনিয়র নেতারা।
সে সময় রাতে গুলশানে ‘ফিরোজা’য় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যাবেন বলে জানান তারা।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, প্রতিবছরের মতো এবারও ঈদে এই দুই কর্মসূচি রয়েছে।
বিএনপি চেয়ারপারসন ঈদের দিন দলের প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করতেন। ২০১৮ সালে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার পর দলের স্থায়ী কমিটির সদস্যরা সেই ধারাবাহিকতা রক্ষা করছেন।