কোরবানির ঈদে মুক্তি পাওয়া ৫ সিনেমা। ছবি: সংগৃহীত
বৃষ্টি উপেক্ষা করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে ভিড় জমিয়েছেন দর্শকরা। কোন সিনেমা দেখতে দর্শকরা ঝড়- বৃষ্টি মাড়িয়ে প্রেক্ষাগৃহে এসে আগ্রহ ভরে সিনেমা দেখছে, এ প্রশ্নের উত্তর খুঁজতে সময়ের অনুসন্ধানী চোখ ঢুঁ মেরেছে বিভিন্ন সিনেমা হলগুলোতে।
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সর্বমোট পাঁচটি বাংলা সিনেমা। সিনেমাগুলো হলো প্রিয়তমা, সুড়ঙ্গ, লাল শাড়ি, প্রহেলিকা এবং ক্যাসিনো। এ ৫ টি ছবির মধ্যে প্রিয়তমা ১০৭ টি, সুড়ঙ্গ ২৮ টি, লাল শাড়ি ১২ টি, প্রহেলিকা ৮ টি এবং ক্যাসিনো ১৬ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
এসব সিনেমা দেখতে বাংলা সিনেমাপ্রেমীরা ভিড় জমাচ্ছেন দেশের বিভিন্ন সিনেমাহলগুলোতে। তবে সব সিনেমাহলই যে দর্শক পূর্ণ ছিল তা বলা যাবে না।
বৃষ্টি উপেক্ষা করে বাংলা সিনেমাপ্রেমীদের পদচারণায় বেশি মুখর ছিল মাল্টিপ্লেক্স আর সিঙ্গেল সিনেমা হলগুলো। আর এ দুই হলে রাজত্ব করছে ঢালিউড কিং শাকিব খান এবং আরফান নিশো।
চলতি বছরের কোরবানির ঈদে দেশের সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’। এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা গেছে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। সিনেমাটির দাপট চলছে সিঙ্গেল হলগুলোতে।
অন্যদিকে মাল্টিপ্লেক্স সিনেমা হলে রাজত্ব করছে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা তমা মির্জা এবং টিভি অভিনেতা আরফান নিশো।
শুধু যে শাকিব- নিশোর সিনেমাই দর্শকরা দেখছেন তা কিন্তু নয়। বিভিন্ন হলে অপু বিশ্বাসের লাল শাড়ি, মাহফুজ-বুবলীর প্রহেলিকা এবং ক্যাসিনো দেখতেও দর্শকের লম্বা লাইন দেখা গেছে।
এসব সিনেমা যে শুধু দর্শকরাই দেখতে হলে আসছেন তা নয়। নিজেদের অভিনীত সিনেমা দেখতে এবং দর্শকদের কেমন সাড়া মিলছে তা কাছ থেকে উপভোগ করতে হলগুলোতে ছুটছেন ঢাকাই সিনেমার তারকারাও।