ফাইল ছবি
রেজা কিবরিয়াকে নিয়ে দলের মধ্যে অস্থিরতার বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।
রোববার (২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর বিজয় নগর জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনের বিষয়ে নুর গণমাধ্যমকে বলেন, রেজা কিবরিয়ার বিষয়, দলের কাউন্সিল এবং গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এদিকে, রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরের মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদে অস্থিরতা চলছে। এক পক্ষ আরেক পক্ষকে বহিষ্কার করছে। এর মধ্যে শনিবার (১ জুলাই) রাতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় রেজা কিবরিয়াকে দ্বিতীয়বারের মতো দলটির আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়েছে।