প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
দেশের ৫ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা সোমবার দুপুরে শপথ নেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রথম দফায় গাজীপুরের মেয়র জায়েদা খাতুন, খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক ও বরিশালের মেয়র আবুল খায়ের আবদুল্লাহকে শপথ পড়ান প্রধানমন্ত্রী। এই তিন সিটির কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী।
শপথ পাঠ করানোর পর প্রধানমন্ত্রী বলেন, জনকল্যাণ নিশ্চিত করে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, যে দলেরই হোন না কেন, সবার জনকল্যাণ নিশ্চিত করতে হবে। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছে তা পূরণ করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানান শেখ হাসিনা।
গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নয়ন হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, উন্নয়নের এই ধারা যেন কেউ নস্যাৎ করতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিএনপির সমালোচনা করে বলেন, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, দুর্নীতি ও সন্ত্রাস করাই দলটির কাজ। অন্যদিকে, জনগনের সেবা করে দেশকে উন্নতির দিকে নিয়ে যায় আওয়ামী লীগ।
দ্বিতীয় দফায় রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী। এই দুই সিটির কাউন্সিলদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী।