ফ্রান্সের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার দুইশ’ ২০ শহরের মেয়রদের সাথে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ। অন্যদিকে, সহিংসতার পথ ভুলে বিক্ষুব্ধদের আইনে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন পুলিশের গুলিতে নিহত কিশোরের দাদি।
রবিবার (২ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নি, স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিনসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ফের বৈঠক করেন প্রেসিডেন্ট ম্যাখোঁ। এতে দেশটির দুই শতাধিক শহরের মেয়রের সাথে আপদকালীন বৈঠকের সিদ্ধান্ত নেন তিনি।
এর আগে রবিবার বিক্ষোভকারীদের মারধরের শিকার হন প্যারিসের মেয়র ভিনসেন্ট জিনবার্ন। আহত হন তার শিশু সন্তান ও স্ত্রীও। অগ্নিসংযোগ করা হয় বাড়িতে। বিক্ষোভের পঞ্চম রাতে রবিবার ফ্রান্সজুড়ে গ্রেফতার হয় সাতশ’র বেশি বিক্ষোভকারী। এনিয়ে মোট আটকের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।
এ অবস্থায় সাধারণ মানুষের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সব প্রকার দাঙ্গা বন্ধের আহ্বান জানিয়েছেন ১৭ বছর বয়সী নিহত কিশোর নাহেলের দাদি নাদিয়া এম। এর বদলে আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি।