বুধবার (০৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-পিজিআরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কথা বলছেন প্রধানমন্ত্রী।
দেশের প্রতিটি বাহিনীই সাধারণ মানুষের পাশে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (০৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহিনীটির সদর দফতরে আয়োজিত দরবারে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় আমদানি করতে হয়েছে এরপর বাজারে দামের ঝাঁজ কমে এসেছে। কিছুদিন আগে পেঁয়াজের দামও বেড়ে যায়, তখনও আমদানি করতে হয়েছিল। খাদ্য নিরাপত্তার পর এখন সরকারের লক্ষ্য খাদ্য সংরক্ষণ করা৷ যাতে কারও কাছে চাইতে না হয়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় আমদানি করতে হয়েছে এরপর বাজারে দামের ঝাঁজ কমে এসেছে। কিছুদিন আগে পেঁয়াজের দামও বেড়ে যায়, তখনও আমদানি করতে হয়েছিল। খাদ্য নিরাপত্তার পর এখন সরকারের লক্ষ্য খাদ্য সংরক্ষণ করা৷ যাতে কারও কাছে চাইতে না হয়।