নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল ৮ জুলাই ঢাকায় আসছে এবং তারা ২৩ জুলাই পর্যন্ত অবস্থান করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র সচিব বলেন, ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত মার্কিন প্রতিনিধি দল উজরা জেয়া এবং ডোনাল্ড লু ঢাকা আসছেন। মার্কিন প্রতিনিধি দলের সফরে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হবে। তারা আসলে বাংলাদেশের সঙ্গে কী আলোচনা হবে তখন বলা যাবে। এখন পর্যন্ত কোনো এজেন্ডা ঠিক হয়নি।
তিনি বলেন, মার্কিন দলের সফরে অনেক বিষয় আলোচনা হতে পারে। ইলেকশন নিয়েও আলোচনা হতে পারে। কিন্তু এটা ইলেকশন কেন্দ্রিক সফর নয়।
ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বলেন, আগামী ৩০ নভেম্বর থাইল্যান্ডে বিমসটেক সামিট অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এটি আয়োজন করেছে দেশটি। এ সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এর আগে এ মাসের ১৭ তারিখে বিমসটেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের মিটিং হবে।
মালি থেকে শান্তিরক্ষী প্রত্যাহারের বিষয়ে সচিব বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব শান্তিরক্ষীকে মালি থেকে প্রত্যাহার করা হবে। গত ৩০ জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে একটি রেজ্যুলেশন পাস হয়। ওই রেজ্যুলেশনের মাধ্যমে কার্যত মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট বাতিল ও মালি মিশন হতে সব শান্তিরক্ষী প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বন্ধের মূল কারণ হলো- মালি সরকারের অসম্মতি।