বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর।
নাটোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (৮ জুলাই) বেলা ১১টায় নাটোর শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এই হামলা চালিয়েছে বলে দাবি বিএনপির। অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ বলছে, বিএনপি অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিজেরাই এই ভাঙচুর করেছে।
জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, এই ঘটনা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনই করেছে। তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন তিনি।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মুর্তুজা বাবলু বলেন, বিএনপির নেতাকর্মীরা অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিজেরাই ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগকে দায়ী করছে। এই ঘটনার সাথে আওয়ামী লীগের কোনো সংগঠন জড়িত না বলে দাবি করেন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হলেও এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।