আত্মবিশ্বাসের সঙ্গে একটি উত্তর দিতে পারলেই হয়ত পার পেয়ে যেতেন তিনি। গার্লফ্রেন্ডকে নিয়ে ঢুকে যেতে পারতেন হোস্টেলের রুমে। কিন্তু জেরায় ঠেকে গিয়েছিলেন। আর তাই ধরা পড়লেন গার্লফ্রেন্ড সমেত।
গার্লফ্রেন্ডকে ট্রলি ব্যাগে ঢুকিয়ে হোস্টেলে নিয়ে আসেন ইঞ্জিনিয়ারিংয়ের এক শিক্ষার্থী। সবকিছু চলছিল ঠিকঠাক মতো। অল্পের জন্য গার্লফ্রেন্ডকে হোস্টেলে নিজের রুমে ঢুকাতেও সফল হয়ে গিয়েছিলেন তিনি। তবে তীরে এসে তরী ডোবান তিনি।
জানা গেছে, পরিকল্পনা মতো গার্লফ্রেন্ডকে ট্রলি ব্যাগে ঢুকিয়ে হোস্টেলে নিয়ে আসেন এক শিক্ষার্থী। তখন হোস্টেলের কেয়ারটেকার তার কাছে জানতে চান, কেন এত বড় ট্রলি নিয়ে এসেছেন তিনি?
ওই ছাত্র ইতস্তত করতে থাকে। সে জানায়, অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছিল, সেগুলোই এসেছে। এমন উত্তরে কেয়ারটেকারের সন্দেহ আরও বেড়ে যায়।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এরপরই ভারতের কর্ণাটকের মনিপালের ওই ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেলের কেয়ারটেকার ব্যাগ খুলে দেখাতে বলেন। তখন ওই যুবক টালবাহানা করতে থাকে। কিন্তু কেয়ারটেকার কিছুতেই দমার পাত্র নন।
শেষপর্যন্ত যখন সুটকেস খোলা হয়, তার ভেতর থেকে বেরিয়ে আসে ওই তরুণের গার্লফ্রেন্ড। প্রত্যক্ষদর্শী এক ছাত্র জানান, স্যুটকেসের ভেতর গুটিয়ে বসেছিল ওই তরুণী। মজার বিষয় হচ্ছে, সে-ও ওই কলেজেরই শিক্ষার্থী।
সূত্রগুলো জানিয়েছে, ওই দুই শিক্ষার্থীকে তাদের হোস্টেল থেকে সাসপেন্ড করা হয়েছে। হোস্টেল সূত্রগুলো জানিয়েছে, বাড়ি ফিরে গেছে তারা দু’জন।
প্রসঙ্গত, ২০২০ সালে ভারতে লকডাউনের সময় একই ধরনের ঘটনা ঘটেছিল ম্যাঙ্গালুরুর একটি অ্যাপার্টমেন্টে। তখন ‘নিঃসঙ্গ’ ১৭ বছর বয়সী এক কিশোর একটি বড় স্যুটকেসে তার এক ছেলে বন্ধুকে অ্যাপার্টমেন্টে আনার চেষ্টা করে ধরা পড়েছিল।