কলকাতায় একটি বিউটি পার্লার আর স্পায়ের আড়ালে রমরমিয়ে চলত দেহব্যবসা। রঙচঙে পোস্টারে পার্লার সংক্রান্ত বিভিন্ন পরিষেবার পাশাপাশি স্পা, মাসাজেরও বিজ্ঞাপন দেওয়া থাকত। সেখানে দিন-রাত দামী দামী গাড়ির ভিড় জমতো।
পার্লারের আড়ালেই চলতো দেহব্যবসা। শহরের বিভিন্ন এলাকায় এই পার্লারের শাখা খুলেছিলেন দুই ব্যক্তি। অবশেষে মূল হোতা গ্রেপ্তার হয়েছে বলে জানায় পুলিশ।
হেয়ার স্ট্রিট থানা চত্বরে অভিজাত এলাকায় ওই বিউটি পার্লার খুলেছিলেন এক মহিলা। সঙ্গী ছিল এক ব্যক্তিও। পুলিশ সূত্রে খবর, পার্লারের মালিক বাণী পাত্র, সুরেন্দ্র গোপাল-সহ আরিফ নামে এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হয়েছিল এক কাস্টমারও।
গোপনেই তারা ব্যবসা চালিয়ে আসছিল। পার্লারের আড়ালে মধুচক্রের কথা জানতে পারে পুলিশ। শেষপর্যন্ত মঙ্গলবার রাতে হেয়ারস্ট্রিট থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। হাতেনাতে ফাঁস হয়ে গেল পর্দা।
বুধবার ধৃতদের ব্যাংকশাল আদালতে তোলা হয়। গ্রেপ্তার কাস্টমার জামিন পেয়েছেন। বাকিদের দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
বেশ কয়েকদিন ধরেই ওই বিউটি পার্লার ও স্পা-র নাম করে মধুচক্রের আসর বসার অভিযোগ আসছিল। তার ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা শহরের বিভিন্ন প্রান্তে এই ব্যবসার জাল বিছিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ২০২০ সালে স্পা’র আড়ালে চলা মধুচক্রের আসরে হানা দিয়ে বাংলা সিরিয়ালের এক অভিনেতা-সহ ১৬ জনকে গ্রেপ্তার করে এসটিএফ।