আর্জেন্টিনা নারী ফুটবল দল। ছবি: গোল ডটকম
চলতি মাসেই বসছে নারীদের ফুটবল বিশ্বকাপের আসর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে বিশ্বকাপের নবম আসর। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে শনিবার (৮ জুলাই) ২৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
২০ জুলাই পর্দা উঠছে নারী বিশ্বকাপের নবম আসরের। আসরের ফাইনাল মাঠে গড়াবে ২০ আগস্ট। একমাস ব্যাপী আয়োজিত টুর্নামেন্টের জি গ্রুপে আছে আর্জেন্টিনা। পুরুষদের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নারী ফুটবলে ততটা শক্তিশালী নয়। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে শক্তিশালী সুইডেন, ইতালি ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে আর্জেন্টিনার দুটি ম্যাচ হবে জুলাই মাসেই।
২৪ জুলাই প্রথম ম্যাচেই র্যাঙ্কিংয়ের ১৬ নম্বরে থাকা ইতালির মুখোমুখি হবে ২৮ নম্বরে থাকা আর্জেন্টিনার মেয়েরা। এরপর ২৭ জুলাই তারা মুখোমুখি হবে ৫৪ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার।
আর্জেন্টিনা নারী ফুটবল দল। ছবি: টুইটার
গ্রুপ পর্বের শেষ ম্যাচেই আর্জেন্টিনা মুখোমুখি হবে গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের। ২ আগস্ট র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে থাকা সুইডেনের মুখোমুখি হবে তারা। আসরে চমক দেখাতে চায় আর্জেন্টিনার মেয়েরা।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড: ভানিনা কোরেয়া, লারা এস্পোন্দা, আবিগাইল চ্যাভেস,আদ্রিয়ানা স্যাশ্চ, ইলিয়ানা স্তাবিল, জুলিয়েতা ক্রুজ, আলদানা কোমেত্তি, সোফিয়া ব্রাউন, মিরিয়াম মায়োরগা, গ্যাব্রিয়েলা চ্যাভেস, ভানেসা স্যান্তানা, রোমিনা নুনেজ, ডায়ানা ফালফান, দালিলা ইপ্পোলিতো, লরেনা বেনিতেজ, কামিলা গোমেজ, এস্তেফানিয়া বানিনি, পাউলিনা গ্রামাগলিয়া, ইয়ামিলা রদ্রিগেজ, ফ্লোরেন্সিয়া বনসেগুন্দো, মারিয়ানা লারোকুয়েত্তে, চিয়ারা সিঙ্গারেল্লা, এরিকা লনিগ্রো।