চট্টগ্রামের রিয়াজ উদ্দীন বাজারে জটলা পাকিয়ে মারামারির নাটক সাজিয়ে কর্মচারীদের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রিয়াজ উদ্দিন বাজারে রয়েল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই কর্মচারী আহত হয়েছেন।
আহতরা হলেন- মোহাম্মদ মোরশেদ ও ত্রিদীপ বড়ুয়া। তারা দুজনই রিয়াজউদ্দিন বাজারের রিদওয়ান কমপ্লেক্সে নূর এন্টারপ্রাইজের কর্মচারী।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে রিয়াজ উদ্দিন বাজারের মোবাইল ব্যবসায়ী নূর মোহাম্মদ ইয়াছিন কবিরের ৯ লাখ ৮০ হাজার টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন দুই কর্মচারী।
টাকা নিয়ে দোকান থেকে বের হওয়ার পর থেকেই কর্মচারীদের অনুসরণ করছিল ছিনতাইকারীরা। রয়েল টাওয়ারের সামনে হোটেল সফিনার কাছে তাদের আসতে দেখে নিজেদের মধ্যেই মারামারির নাটক সাজিয়ে জটলা পাকান ছিনতাইকারীরা। কৌশলে সেই জটলার ভেতরে দুই কর্মচারীকে ঢুকিয়ে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যান তারা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর সিভয়েসকে বলেন, রিয়াজ উদ্দিন বাজারে ছিনতাইয়ের ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে। শিগগিরই অপরাধীরা ধরা পড়বে।