নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সরকারি ওয়েবসাইট থেকে সম্প্রতি তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। এ ঘটনার পেছনে সরকারের উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
তথ্য ফাঁস করে সরকার গোটা জাতিকে হুমকির মুখে ফেলেছে উল্লেখ করে রিজভী বলেন,
এই সরকার ভোটে নির্বাচিত নয়, তাই কোনো আমানত নেই। এ জন্য নাগরিকদের তথ্য ফাঁস করেছে। এই তথ্য ফাঁসের পেছনে সরকারের উদ্দেশ্য থাকতে পারে।
দেশি-বিদেশি চাপে সরকার হিতাহিত বোধ হারিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বলেন, ‘ব্যাংক কেলেঙ্কারির হোতারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত।’
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘গণতন্ত্রকামীদের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে সরকার।’
তিনি আরও বলেন, ‘যাদের বয়স ৩৫, তারা ভোট দেয়া ভুলে গেছে। আমরা বিপন্ন, কথা বলার অধিকার নেই, চলাচলের অধিকার নেই, ভোটের অধিকার নেই।’
জনগণকে আর রাজপথে আটকে রাখা যাবে না। নাগরিকদের ভোটাধিকার, বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে।
রিজভী জানান, আগামী ১২ জুলাই নয়াপল্টনে সমাবেশ। সেদিন পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশ সফল করতে ঢাকায় নেতাকর্মীরা মাইকিংসহ সব প্রচারণা শুরু করেছে।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা প্রশ্ন রাখেন, ‘জনগণ আপনাদের সঙ্গে থাকলে মিথ্যা আর গায়েবি মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছেন কেন?’