বরিশাল ॥ সোনারগাঁও টেক্সটাইল শ্রমিকদের বকেয়া বেতন ও বন্ধ মিল খোলার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ। সোমবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মিল গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী। বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. জসিম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহ-সাধারণ সম্পাদক খুকুমণি, সাংগঠনিক সম্পাদক মো. হাবিব ও সদস্য মনির হোসেন।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, অবিলম্বে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের সব শ্রমিক কর্মচারীর বকেয়া বেতন পরিশোধ করতে হবে। মিল কর্তৃপক্ষের ঘোষণা দেওয়া লে-অফের সময় অতিক্রান্ত হলেও এখনও মিল খোলা হচ্ছে না। তাই অবিলম্বে মিল খুলে শ্রমিকদের কাজ দিতে হবে ও বকেয়া বেতন পরিশোধ করতে হবে।