নেত্রকোণার মদনে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে নিজবাড়ির পেছনে নদীতে ডুবে মারা যায় তারা।
নিহতরা হলো হাসাইন মিয়া (৪) ও তাসলিমা আক্তার (২)। তারা মদন উপজেলার মাঘান ইউনিয়নের রামদাসখিলা গ্রামের শফিকুল ইসলামের সন্তান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শফিকুল ইসলাম তার সন্তানদের নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেন। পরে শফিকুল ও তার স্ত্রী গরুর খাবার দিতে বাড়ির সামনে যান। সেই সুযোগে খালি ঘর থেকে শিশু দুটি ঘরের পেছনের নদীতে গিয়ে পড়ে যায়। বাবা-মা ঘরে এসে সন্তানদের না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বিকেলে নদীতে শিশু দুইটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের পরিবারের লোকজন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।