আফগানিস্তানের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।
মানবিক কারণগুলোতে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে তহবিল হস্তান্তরে আন্তর্জাতিক ব্যাংকগুলোকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
চলতি সপ্তাহের শুরুতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, তালেবানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের ভয়ে ভীত না হয়েই রাষ্ট্র-পরিচালিত ইনস্টিটিউটগুলোর স্বাস্থ্যকর্মী ও শিক্ষকদের বেতন দিতে পারবে সাহায্য সংস্থাগুলো।
যুক্তরাষ্ট্র ও অযুক্তরাষ্ট্রীয় কোম্পানিগুলো আফগানিস্তানে খাদ্য সরবরাহ করতে পারবে। ব্যাংকগুলোরও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনায় বাধা থাকছে না। দেশটিতে খাদ্য পাঠানো-সংশ্লিষ্ট যে কোনো লেনদেন করতে পারবে তারা।
কালোতালিকাভুক্ত হাক্কানি নেটওয়ার্কসহ তালেবান সংশ্লিষ্ট অনুমোদিত লেনদেন নিয়েও রূপরেখা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
এতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, অফিসসহ আফগান নাগরিকদের কাছে সরাসরি সহায়তা পৌঁছানো, সাধারণ সাহায্য সমন্বয়ের চুক্তি সই নিয়েও কথা হয়েছে।
মার্কিন নির্দেশনায় বলা হয়, কর, ফি, আমদানি শুল্ক প্রদান কিংবা ক্রয় বা অনুমতিপত্র, লাইসেন্স, জন-উপযোগিতা সেবা, যা তালেবান, হাক্কানি নেটওয়ার্ক কিংবা অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে গ্রহণ করা হবে, মানবিক কার্যক্রমগুলোতে তারা ৫০ শতাংশ পাবে।
কৃষি পণ্য, ওষুধ, চিকিৎসা সংক্রান্ত যন্ত্র রফতানি ও পুনর্রফতানিতে মার্কিন নিষেধাজ্ঞায় সুনির্দিষ্টভাবে কোনো বাধা নেই।