ছবি- সংগৃহীত
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সফরের একমাত্র টেস্টে ৫৪৬ রানের রেকর্ডগড়া জয় পেয়েছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে আফগানদের সঙ্গে ২-১ ব্যবধানে হেরে সেই জয়ের রেশ চোখের পলকে কেটে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের। তাই টি-টোয়েন্টি সিরিজ জিতে ওয়ানডের দুঃখ ঘোচাতে চান টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
তার (সাকিব) দাবি, লাস্ট দুটো সিরিজ ভালো খেলেছি। কাউকে নিয়ে আলাদা চিন্তা করছি না। নিজেদের খেলা খেলব। যার যার অবস্থান থেকে নিজে পারফর্ম করবে। নিজের অবস্থা প্রমাণ করবে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এমনটাই দাবি করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিব আরও যোগ করেন, অন্য দলকে নিয়ে চিন্তা না করলে আমরা ভালো খেলি। কন্ডিশন ও প্রতিপক্ষ নিয়ে চিন্তা করলে নার্ভাস হয়ে যায় দল। দুদলের জন্য কন্ডিশন সমান। কন্ডিশন সুবিধা নেবার মুখাপেক্ষী না বর্তমান দল। যেকোনো কন্ডিশনে এই দল খেলতে সক্ষম।
দেশসেরা এই ক্রিকেটারে ভাষ্যমতে, বাইরে থেকে অনেক কিছু অনেক রকম মনে হতে পারে, ড্রেসিংরুমে মনে হয় না, আমার আমরা আনসেটেল্ড ছিলাম, রেজাল্টের কারণেই আপনাদের মনে হয় এমনটা। আমরা জিতি বা হারি ড্রেসিং রুমের পরিবেশটা খুব বেশি পরিবর্তন হয় না।
এই সিরিজে লক্ষ্য কি প্রশ্নে সাকিব জানান, আমাদের লক্ষ্য ২-০। সিরিজ জয়ের জন্য খেলবে বাংলাদেশ। আর বিশ্বকাপের পর পরবর্তী ব্যক্তিগত লক্ষ্য। কন্ট্রিবিউট করতে পেরে খুশি।
স্কোয়াডে পেসার আধিক্য বিষয়ে অধিনায়কের দাবি, এটা দলের জন্য সুবিধাজনক। রোটেশন দলের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের জন্য ফিট থাকাটা গুরুত্বপূর্ণ।