করোনায় আক্রান্ত হয়েছেন তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেও লক্ষ্মণ মৃদু বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৫ ফেব্রুয়ারি) নিজের টুইটার একাউন্ট থেকে আক্রান্ত হবার খবর গণমাধ্যমকে জানান এরদোয়ান। খবর ব্লুমবার্গের।
স্ত্রীসহ ৬৭ বছর বয়সী তুরষ্কের এই নেতা করোনা পজিটিভ হবার খবর জানিয়ে বাসা থেকে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পোস্টে তিনি লিখেছেন, “আমরা আপনাদের দোয়াপ্রার্থী।”
এর আগে, বৃহস্পতিবার এরদোয়ান ইউক্রেন সফরে দেশটির প্রেসিডন্ট ভলোদিমির জেলেনেস্কির সাথে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার ঘনীভূত উত্তেজনাসহ অর্থনৈতিক উন্নয়ন ও সামরিক ঐক্য নিয়ে আলোচনা করেন তারা।