বরিশালে – ১২/০৭/২৩ ইং
রোজঃ বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় হলুদ অটো গাড়ি নিয়ে মোঃ বজলু মিয়া ( ৪৫ ) বরিশাল সদর হাসপাতালে গেলে, নির্ধারিত জায়গায় গাড়ি পার্ক করে, রোগী নিয়ে ভর্তি করতে যান! জরুরী কাজ শেষ করে এসে দেখলেন গাড়িটি সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি করেও গাড়িটির সন্ধান পেলেন না।
কথায় আছে, “চোর পালালে বুদ্ধি বাড়ে”;
কথাটি হাড়ে হাড়ে টের পাচ্ছেন এখন
মোঃ বজলু মিয়া ( ৪৫ ) একমাত্র আয়ের উৎস দৈনিক ভাড়ায় চালিত হলুদ অটো গাড়ি হারিয়ে চোখে যেন তিনি এখন সর্ষে ফুল দেখছেন!
আজকাল অভিনব কায়দায় গাড়ি চুরি হচ্ছে। গাড়ির চুরির জন্য ব্যবহার করা হচ্ছে “মাস্টার কি” বা বিশেষ চাবি; যা দিয়ে মাত্র ১ থেকে ৫ মিনিটে পারকিং ও রাস্তার পাশে রাখা গাড়ির লক ভেঙ্গে চোখের পলকে গাড়ি হাওয়া হয়ে যাচ্ছে।
তাৎক্ষণিক সে বরিশাল কোতোয়ালি মডেল থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ করেন ।
কোন সহৃদয়বান ব্যক্তি যদি গাড়িটির খোঁজ দিতে পারেন তাকে পুরস্কৃত করা হবে
গাড়ির বিবারন
নতুন হলুদ অটো গাড়ি
গাড়ির সিট – লাল কালার
গাড়ির পিছনে লিখা
আল্লাহ ভরসা – মা বাবার দোয়া
গাড়ির মালিক
মোঃ লিটন বেপারী
পিতা মৃত হাজী আব্দুল গনি বেপারী
যোগাযোগ- 01710621389
ঠিকানা – ভাটিখানা পুরাতন বাকলা হাতেম আলী সড়ক (মোঃ গনি মিয়ার বাড়ি ) ৭নং ওয়ার্ড বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল ।