নেত্রকোণার কলমাকান্দায় বাড়ির পাশে গর্তে বৃষ্টির জমানো পানিতে ডুবে ১৮ মাস বয়সী ইসরাত মণি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইসরাত মণি ওই এলাকার করাতকল শ্রমিক মো. খোরশেদ মিয়া ও রুপা আক্তার দম্পতির ছোট্ট মেয়ে।
স্থানীয় লোকজন জানিয়েছে, বিকালে কোন এক সময় মণি নিজ বাড়ির পাশে পুকুর পাড়ে বসে খেলছিলো। কিছু সময় পর তাকে পুকুর পাড়ে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। অনেক খোঁজার পর এক পর্যায়ে সন্ধ্যার আগে শিশুটির চাচি খোদেজা পুকুরের পাশে গর্তে বৃষ্টির জমানো পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় ইসরাত মণিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসক মো.মনিরুজ্জামান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি (তদন্ত ) হাবিবুল্লাহ খান সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকায় ওই দিন রাতেই লাশ মৃতের বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।