তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত
সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। এই ম্যাচেই একটি মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদের সামনে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে তৃতীয় বোলার হিসেবে ৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে তাসকিন। এই মাইলফলক স্পর্শ করতে তাসকিনের প্রয়োজন দুই উইকেট। বাংলাদেশের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে ৫২ ম্যাচ খেলে তাসকিনের উইকেট সংখ্যা ৪৮টি।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সাকিব ও মুস্তাফিজই ৫০ উইকেটের বেশি পেয়েছেন। সাকিব পেয়েছেন ১১৫ ম্যাচে ১৩৬ উইকেট, আর মুস্তাফিজের ঝুলিতে আছে ১০০ উইকেট। ১৩৬ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সাকিব। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তাসকিনের।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বাংলাদেশের জন্য মর্যাদার লড়াইও। এ সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতিতেও হতে পারে সহায়ক। তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টির পারফরম্যান্স ভালো নয় টাইগারদের। আগের ৯ দেখায় ৬ বারই সঙ্গী হয়েছে হার। জয় মাত্র ৩ ম্যাচে। সবশেষ জয় প্রায় দেড় বছর আগে।