দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। সিলেটে বৃষ্টির কথা মাথায় রেখেই আগে ফিল্ডিং নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
এ ম্যাচে একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদ হোসেন স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। পেসার হিসেবে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
অন্যদিকে আফগানিস্তান একাদশে রয়েছেন তাদের বিশ্বসেরা দুই স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান। পেসার হিসেবে আছেন ফজলহক ফারুকী, আজমতউল্লাহ ওমরজাই ও ফরিদ আহমেদ মালিক।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক, আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকী।