জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ফাইল ছবি
আওয়ামী লীগ তাদের নামে তারা নির্বাচন করে। সরকার নিজের ফলাফল নিজেই ঘোষণা করে। এদের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
শুক্রবার (১৪ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, এরশাদের সময় দলীয়করণ হয়নি। ১৯৯১ থেকে দলীয়করণ হয়। আওয়ামী লীগ রাস্তার অন্ধলোক থেকেও চাঁদাবাজি করে। আওয়ামী লীগ বৈষম্য সৃষ্টি করছে। আওয়ামী লীগ না করলে দেশে কারো চাকরি হয় না।
সরকারের সব জায়গায় তাদের লোক বসানো হয়েছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আওয়ামী লীগ করা দুর্নীতিবাজদের সাটিফিকেট দিচ্ছে। সরকার সব জায়গায় আওয়ামীকরণ করে রেখেছে।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জিএম কাদের বলেন, আওয়ামী লীগ সংবিধানের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার দিতে চায় না। সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন (ইসি)। তাই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশের সংস্কৃতিকে বিতর্কিত করছে। মাদকের ছোবলে যুব সমাজকে নষ্ট করছে। দেশে আওয়ামী ত্রাস চলছে। দেশের মানুষ দরিদ্র থেকে দরিদ্র হলেও সরকারের খবর নেই।