কার্লোস আলকারাজ ও নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত
দানিল মেদভেদেভকে উড়িয়ে প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনাল নিশ্চিত করেছেন কার্লোস আলকারাজ। অন্য দিকে সর্বোচ্চ গ্রান্ড স্ল্যাম ফাইনাল খেলতে যাচ্ছেন নোভাক জোকোভিচ।
রোববার (১৬ জুলাই) উইম্বলডনের ফাইনালে মুখোমুখি হবেন কার্লোস আলকারাজ ও নোভাক জোকোভিচ। সেমিফাইনালে ইয়ানিক সিনারকে সরাসরি সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন জোকোভিচ। আর মেদভেদেভকে হারিয়ে ফাইনালে ওঠেন আলকারাজ।
শুক্রবার (১৪ জুলাই) সেন্টার কোর্টে প্রথম সেমিফাইনালে সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) ব্যবধানে হারান জোকোভিচ। আর দ্বিতীয় সেমিফাইনালে মেদভেদেভকে ৬-৩, ৬-৩ ও ৬-৩ গেমে উড়িয়ে দেন আলকারাজ।
স্পেনের তরুণ তারকা আলকারাজের এটি দ্বিতীয় ফাইনাল ম্যাচ। এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন তিনি। সেটি ছিল ইউএস ওপেনে, যেখানে তিনি ক্যাসপার রুডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
এ দিকে টেনিসের ইতিহাসের এককে সর্বোচ্চ ফাইনাল খেলার রেকর্ড গড়তে চলেছেন জোকোভিচ। রোববার হবে তার ৩৫তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। এর আগে ৩৪ বার ফাইনাল খেলার রেকর্ড ক্রিস এভার্টের দখলে ছিল। এবার সেই রেকর্ড ভাঙতে চলেছেন সার্বিয়ান তারকা।