কার্টুনিস্ট এম এ কুদ্দুস। ছবি: সংগৃহীত
ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি কার্টুনিস্ট এম এ কুদ্দুস মারা গেছেন। শনিবার(১৫ জুলাই) সকালে রাজধানীর শাহীনবাগের বাসায় তিনি মারা যান।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
এম এ কুদ্দুস মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক সংবাদের কার্টুনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজবাড়ী জেলায়।
তার মৃত্যুতে সাংবাদিকসহ সুশীল সমাজ শোক জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্মৃতিচারণ করছেন সহকর্মীরা।