ঢাকাস্থ ইইউ কার্যালয়। ছবি: একুশে বিডি।
জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল।
শনিবার (১৫ জুলাই) দুপুরে গুলশানের ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ইইউ প্রতিনিধি দল।
জামায়াতে ইসলামীর দলীয় সূত্রে জানা যায়, ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল। তারা হলেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুর রব এবং জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
জানা গেছে, বৈঠকের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের জ্যেষ্ঠ সচিব চেরি মিরিলিন ডিও জামায়াতে ইসলামীর কাছে চিঠি পাঠিয়েছিলেন। সেটিতে সাড়া দিয়ে দুপুর ২টা ৩০ মিনিটে এ বৈঠকে বসে তারা।
এর আগে এদিন সকালে বিএনপি ও জাতীয় পার্টি এবং দুপুরে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলাদা আলাদ বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দল। গত ৮ জুলাই থেকে এই সফর শুরু করেছে ইইউ প্রতিনিধি দলটি, যা চলবে ২৩ জুলাই পর্যন্ত।